নারীর যোনিমুখের দু’পাশে বিশেষ গ্রনথি আছে । কামোত্তেজনার সময় এই গ্রনথি থেকে এক রকম তরল রস নির্গত হয়,যা কিনা সারা যোনি- মুখকে ভিজিয়ে পিচ্ছিল করে দেয়, এর ফলে পুরুষের লিঙ্গ তার গভীরে প্রবিষ্টকরতে সুবিধে হয় ।
সব সময় এই রস নিঃসৃত হয় না । কেবল যখন প্রবল কামোত্তেজনা সূষ্টি হয়- তখনি বার্থোলিন গ্রনথি এই রস সৃষ্টি করে । যেটাকে অনেকে মেয়েদের বীর্য বলে মনে করে। এছাড়া অর্গাজম হলে মেয়েদের যোনি হতে আলাদা করে আর কিছুই বের হয় না।
মেয়েদের বীর্য পাত হয় না। মেয়েদের শরীরে বীর্য (semen) তৈরি হওয়ার কোন উপায়ই নেই।