সাওম একটি আরবী ভাষার শব্দ। এর শাব্দিক অর্থ হলো বিরত থাকা।
সাওম কাকে বলে: সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়ত করার মাধ্যমে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার প্রক্রিয়াকে সাওম বলে।
সাওম কত প্রকার ও কি কি?
আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য সাওম পালন করে থাকি এবং এই রোজা পালন করার মাধ্যমে নৈকট্য লাভ করতে পারি।
কিন্তু এই সাওয়ামের কিছু প্রকারভেদ রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ফজিলত পেতে পারে রোজা রাখার মাধ্যমে।
ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী শাওমকে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা:
ফরজ রোজা: প্রত্যেক বান্দার উপর ফরজ করা হয়েছে আদায় করার জন্য।
ওয়াজিব রোজা: এটি ফরজ এর সমতুল্য একটি সাওম, যার মাধ্যমে ফরজের সমতুল্য নেকি অর্জন করা সম্ভব।
মুস্তাহাব রোজা: এটির সুন্নতের সমতুল্য তবে সুন্নত নয়, এই সকল রোজা আমাদের প্রিয় নবী আদায় করতে পছন্দ করতেন।
সুন্নত রোজা: সুন্নত রোজা হচ্ছে আমাদের প্রিয় নবীর সবচেয়ে পছন্দের রজাগুলোর মধ্যে অন্যতম এবং এই রোজাগুলো তিনি কখনো ছেড়ে দিতেন না।
ও নফল রোজা: নফল রোজা আদায় না করলে কোন ধরনের গুনাহ লেখা হয় না এবং আদায় করলে নেকি লেখা হয়। এই সকল রোজার বিষয়ে কোন ফরজ, সুন্নত ও ওয়াজিবের বিধান নেই।