সূচীঃ
সুপ্রিয় সদস্য।ই-নলেজ এ আপনাকে জানাচ্ছি সুস্বাগতম!
"ই-নলেজ এ নিবন্ধন করার পড় আপনি প্রশ্ন করতে পারলেও যে কোনো প্রশ্নের উত্তর প্রদান,মন্তব্য ইত্যাদি কার্যক্রম করার জন্য আপনার একাউন্টিকে এপ্রুভ হতে হবে।উল্লেখ্য যে, আপনার ইমেইল যাচাইকৃত না হলে আপনার একাউন্ট অনুমোদন দেওয়া হবে না।তাই নিবন্ধন করার পরপরই আপনার ইমেইল যাচাই করে নিন।নিবন্ধন করার ৭ দিন এর মধ্যে আপনার ইমেইল যাচাই না করলে আপনার একাউন্ট ব্লক কিংবা বাতিল করা হতে পারে।"
পয়েন্ট অর্জনঃ
পয়েন্ট অর্জনের শর্তাবলী-
পয়েন্টের সুবিধাঃ
ই-নলেজ এর গুরুত্বপুর্ণ ফিচারঃ
জেনে নিন পোল কি?
পোল এমন একটি সিস্টেম যার মাধ্যমে সদস্যদের মতামত , ভোট ইত্যাদি নেওয়া হয়।অর্থাৎ পোল হলো একটা ভোট প্রদান সিস্টেম।
যেভাবে পোল তৈরি করবেনঃ
পোল তৈরি করার জন্য আপনি প্রশ্ন করুন পেজে যান, সেখানে এক বাক্যে প্রশ্নটি: এখানে আপনি পোল বা ভোট প্রদান এর একটি টাইটেল লিখুন।যেমনঃ "ই-নলেজ কি আপনার প্রিয় সাইট?" এরকম ভাবে...।
তারপর আপনি মতামত বিভাগ সিলেক্ট করুন।
পেজের একদম নিম্নে দেখতে পাবেন পোল তৈরি করুন নামক একটি অপশন,
সেখানে ক্লিক করুন,
এবার এখানে ক্লিক করার পর কতগুলো ফিল্ড আসবে,
আবার ওই ফিল্ড এ আপনার ভোটের অপশনগুলি লিখুন।
আরো অপশন যুক্ত করতে চাইলে "+" চিহ্নতে ক্লিক করুন।
তারপর প্রশ্নটি জিজ্ঞাসা করুন এ ক্লিক করুন।
ব্যাস, আপনার কাজ শেষ।
অন্যান্য ফিচারসমূহ সম্পর্কে FAQ পেজে বর্ণনা দেওয়া রয়েছে।