১ম প্রশ্নের উত্তর
প্রশ্ন ও উত্তর মন্তব্য অনুমোদন থাকে এর কারণ হলো ই-নলেজ এ যে সকল সদস্যদের পয়েন্ট ১০০- এর নিচে তাঁদের প্রশ্ন,উত্তর,মন্তব্য অনুমোদনের অপেক্ষায় থাকে। অনুমোদনের অপেক্ষায় থাকা পোস্টগুলো ই-নলেজর বিশেষ সদস্যগন যাচাই করে অনুমোদন দিয়ে থাকে।আর তা না হলে সদস্যবৃন্দের ভুল কার্যক্রম বেড়ে যাবে।অনুমোদন এর অপেক্ষায় থাকলে সদস্যের কার্যক্রমে কোনো ভুল থাকলে তা ঠিক হয়ে যায় আর তাছাড়া নতুন সদস্যের জন্য এই অনুমোদন খুবই প্রয়োজন।এতে করে সদস্য নিজের ভুলের মাধ্যমে বুঝতে পারে যা কিভাবে কার্যক্রম চালাতে হবে।তাই প্রশ্ন উত্তর ও মন্তব্যে অনুমোদন চায়।
২য় প্রশ্নের উত্তর
আমাদের সাইটে সতর্ক করার সিস্টেম চালু আছে।সতর্ক করার জন্য ধ্বজা যুক্ত করুন অপ্সহনে ক্লিক করুন (১০০ পয়েন্ট প্রযোজ্য)।তার পর সতর্ক করার কারণ জানিয়ে পাঠাও অপশনে ক্লিক করুন।
৩য় প্রশ্নের উত্তর
আমরা এই দিকটি লক্ষ্য করিনি।তাই আপনার মতামত গ্রহন করা হয়েছে...।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ!