অবশ্যই আপু, আপনার মতো গুণী ও জ্ঞানপিপাসু মানুষদের জন্যই ই-নলেজ! আপনাকে ই-নলেজে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।
আমরা সবাই শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেরা বেড়ে উঠছি—তবে শিক্ষা তখনই সফল, যখন তা মানবকল্যাণে ব্যবহৃত হয় এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। সেই উদ্দেশ্যেই ই-নলেজের যাত্রা।
লেখালেখি আমাদের চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তার বিকাশ ঘটায়—আর এই লেখালেখিই হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। আপনার মতো একজন চিন্তাশীল লেখক যখন আমাদের সঙ্গে যুক্ত হন, তখন এই যাত্রা আরও শক্তিশালী হয়।
আপনি ই-নলেজে একজন Founding Writer হিসেবে যুক্ত হতে যাচ্ছেন—আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই প্ল্যাটফর্মে আপনার লেখনী ও নেতৃত্ব ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেই বিশ্বাস করি।
কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে নির্দ্বিধায় আমাকে ব্যক্তিগত বার্তায় জানাতে পারেন, কিংবা আপনাকে ফাউন্ডিং রাইটার হিসেবে WhatsApp গ্রুপে যুক্ত করা হয়েছে, সেখানেও সরাসরি তথ্য আদান প্রদান করতে পারবেন।
আপনার উদ্যম, চিন্তা ও জ্ঞানচর্চার এই যাত্রা শুভ হোক। আগামীর নেতৃত্বে আপনাকে দেখে আমি আশাবাদী ও আনন্দিত।অসংখ্য ধন্যবাদ, আপু।
21 মে 2025
করেছেন
MdAUKhan
MdAUKhan আমাকে #৩ Rank এর জন্য অভিনন্দন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি একজন কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটিং নিজে কাজ করে থাকি, এই বিষয়ে জ্ঞান বিস্তার প্লাটফর্মে নেতৃত্ব দেই। আমি কন্টেন্ট, কবিতা ও বিভিন্ন ধরনের লেখা লিখে থাকি। লেখালেখির প্রতি আমার ভীষণ আগ্রহ, আর যেখান থেকে বিভিন্ন প্লার্টফর্মে লিখি। Enolej Idea ওয়েবসাইটে যখন প্রবেশ করি তখন এত সুন্দর ও গোছানো একটা ওয়েবসাইট দেখে আমি বিস্মিত হয়েছি। আরও বেশি অবাক হয়েছি, যখন জানতে পেরেছি আপনি বয়সে অনেক ছোট একজন তরুণ কিন্তু দুর্দান্ত ও ভীষণ পরিশ্রম। এত ছোট বয়সে এমন একটা প্লার্টফর্ম গড়ে তোলা আসলেই অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। বড় আপু হিসেবে আমার দোয়া ও শুভকামনা আপনার জন্য থাকবে। ইংশাআল্লহ আপনি ইনলেজকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। আপনার বুদ্ধিমত্তা ও সৃজনশীল আমাকে মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে। আমি ইনলেজে নিজের একটা ভালো পজিশন তৈরি করতে চাই, নতুন হিসেবে ইনলেজের অনেক কিছু আমি বুঝতে পারছি না, তাই এই ব্যাপারে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করলে আমি উপকৃত হবো।
21 মে 2025
করেছেন
নাজাত মৃধা
প্রাণভরে দোওয়া করি ভাই যাতে তাড়াতাড়ি আল্লাহ আপনাকে সুস্থ করে দেন..।
26 অক্টোবর 2020
করেছেন
জামিনুল রেজা
আরো তো এগিয়ে যাবেই।সেজন্য লক্ষ্যে টাকা খরচ করলেও তো হাজার গুন এগিয়ে যাবে।তো তাই বলে কি আমি লক্ষ্যে টাকা খরচ করব?আর এখানে থেকে এক টাকাও ইনকাম হয় না।ই-নলেজকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে।সেটির আংশিক কিছু বাস্তবায়ন করবো।পরে সব প্ল্যান মাফিক হবে।।আশা করি সফলতা পাওয়া যাবে।আপনারা আমাদের সাথে থেকে আরো দ্রুত এগিয়র নিয়ে যান, এই কামনা।
14 অক্টোবর 2020
করেছেন
MdAUKhan
হ্যলো ভাই, আপনি প্রতিমাসে সম্মানি ১ থেকে ৫ জন সদস্যকে দিন, তাহলে আরো এগিয়ে যাবে ই নলেজ,, আসাকরি বুঝতে পারছেন।
14 অক্টোবর 2020
করেছেন
MD Shakib Hasan
ইনো চ্যাটে আরও কিছু সিস্টেম যোগ করা হোক। ইনো চ্যাটে html tag ব্যবহার করতে পারছিনা কেন।
19 মে 2020
করেছেন
আদিব মাহমুদ
কার্যক্রম কম দেখছি কেন?
15 মার্চ 2020
করেছেন
নাহিয়ান