আপনার চিন্তা করার কোনো কারণ নেই।
কেননা ই-নলেজ এ এরকম কিছু হবে না।যদিও হয় তাহলে আমরা প্রশাসকগণ চাইলে তা পুনরায় ফিরিয়ে আনতে পারবো।আর যদি না আনতে পারি তাহলে সাইটের ডাটাবেজ প্ররি ৭ দিন পর পর ব্যাকাপ নেওয়া হয়।এরকম কিছু হলে অন্য নতুন সাইট খুলে সেখানে ডাটাবেজটি সঙ্গযুক্ত করে দিলেই পুনরায় ই-নলেজ ফিরে আসবে অর্থাৎ সকল প্রশ্ন উত্তর, সদস্য, কার্যক্রম সহ সব ঠিকই থাকবে।
এর এরকম কিছু হবে না।তবে যদিও হয় তাহলেও চিন্তার কিছু নেই।সব ফিরিয়ে আনা সম্ভব।
আর যদি না হতো, তাহলে আজ পর্যন্ত যত ধরণের জনপ্রিয় এবং হাজার হাজার তথ্যভাণ্ডার সম্পন্ন ওয়েবসাইট রয়েছে তা শেষ হয়ে যেত।মানুষ কখনো ওয়েবসাইট বানাতো না।
কেননা যেখানে এতদিনের পরিশ্রম যদি একদিন মাটি হয়ে যায় তাহলে এসবের কোন মূল্য নেই।
তাই ওসব নিয়ে চিন্তা করবেন না।কোনো সমস্যা হবে না।সমস্যার হার ১% এবং না হওয়ার হার ৯৯%।
সমস্যা হলেও চিন্তা নেই।
ঠিক হয়ে যাবে।
আমাদের সাথেই থাকুন।ধন্যবাদ!
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!