সম্মানী ব্যবস্থার পেছনের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
আমাদের সম্মানী ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো—ই-নলেজকে একটি জনপ্রিয় জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা এবং আপনাদের অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান। শুরু থেকেই যদি সকলে আমাদের এই উদ্যোগে অংশগ্রহণ করতেন, তবে আজ সম্মানী ব্যবস্থাটি আরও বিস্তৃত, টেকসই এবং কার্যকর হতে পারত।
ভাবুন, প্রতি মাসে কেবল অবদানের ভিত্তিতেই জ্ঞানদাতারা সম্মানী পেতেন—এবং সেই সম্মানীর পরিমাণ হতো আরও বেশি। আপনি যদি আপনার বন্ধুদের ই-নলেজে আমন্ত্রণ জানাতেন, তবে আজ এই প্ল্যাটফর্মটি হতো আরও সমৃদ্ধ ও গতিশীল। দুর্ভাগ্যজনকভাবে, অনেকেই আছেন যারা নিজেরা অবদান রাখছেন, কিন্তু অন্যদের যুক্ত করছেন।মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য শেখার এক বিস্তৃত দুনিয়া তৈরি করা এবং জ্ঞানীদের সমন্বয়ে উদ্যমী পরিবেশ সৃষ্টি করা।এজন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজনীয়।
আমরা আগামী মাস থেকেই একটি নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছি।
বিশেষ দ্রষ্টব্য:
যদি ই-নলেজে ভিজিটর এবং সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ে, তাহলে আমরা সম্মানীর পাশাপাশি একটি স্থায়ী পুরস্কার ব্যবস্থাও চালু করতে পারি। তবে তা সম্ভব হবে একমাত্র আপনাদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে।
আমাদের অনুরোধ—ই-নলেজকে বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, মানুষকে উৎসাহিত করুন এখানে যুক্ত হতে। এতে গড়ে উঠবে একটি শক্তিশালী, প্রাণবন্ত জ্ঞানভিত্তিক কমিউনিটি।
ধন্যবাদান্তে,
মহাপ্রশাসক,
ই-নলেজ।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!