হ্যা,
ই-নলেজ এ ব্লগ লেখার সবচেয়ে সুন্দর ও সুশৃঙ্খল প্ল্যাটফর্ম রয়েছে - "ই-নলেজ আইডিয়া"!
এখানে সৃজনশীলতা ও জ্ঞানীদের ছোয়ায় নিজ প্রতিভার বহি:প্রকাশের সুযোগ তো রয়েছেই!রয়েছে চমৎকার আইডিয়া, লেখনীর জ্ঞানে উদ্ভুদ্ধ হওয়ার সুযোগ।এটি উন্মুক্ত, যে কেউ এতে অংশগ্রহণ করতে পারে।জ্ঞানের এ বিশাল আন্দোলনের অংশীদার আপনিও!
যদি ই-নলেজ কুয়েরি তে নিবন্ধন করে থাকেন,তাহলে আপনক ইতিমধ্যেই স্বয়ংক্রিয়ভাবে ই-নলেজ আইডিয়ায় একজন লেখক হিসেবে নিবন্ধিত আছেন।
আপনার ই-নলেজ কুয়েরি প্রোফাইল পেজে যাওয়ার পর সাবমেনুতে "আইডিয়া প্রোফাইল" নামক অপশন পাবেন।সেখানে ক্লিক করলে ই-নলেজ আইডিয়ায় প্রোফাইল দেখতে পারবেন।
এছাড়াও, সদ্য নতুন ব্যবহারকারীগণ ই-নলেজ কুয়েরি থেকে ই-নলেজ আইডিয়া প্রোফাইলে এক্সেস করতে হলে প্রথমে আপনাকে ই-নলেজ আইডিয়ায় লগইন করে প্রোফাইল চালু করতে হবে।অথবা ই-নলেজ কুয়েরিতে অ্যাকাউন্ট না থাকলে নিবন্ধন করতে হবে।
আশা করি ই-নলেজ আইডিয়ায় উন্মুক্ত লেখালেখি করে আনন্দিত হবেন।
ধন্যবাদ।
ই-নলেজ এর সাথেই থাকুন। :)
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!