person
!
প্রোফাইল আপডেট

আল্লাহ এক ও অদ্বিতীয় হওয়া সত্ত্বেও, পবিত্র কুরআন শরীফের কিছু আয়াতে আল্লাহ নিজেকে "আমি" না বলে, "আমরা" বলে সম্বোধন করেছেন। এই "আমরা" বলার উদ্দেশ্য কী?

"আল-কোরআন" বিভাগে জিজ্ঞাসা করেছেন (বিশারদ) (1,177 পয়েন্ট)
বিভাগ পূনঃনির্ধারিত করেছেন
1,280 বার প্রদর্শিত

লিংক কপি হয়েছে!

2 উত্তর

3 পছন্দ 0 অপছন্দ
“আমরা” বলার বিষয়টি এবং ‘Royal We’ এর ব্যাখ্যা:

এই ব্যাপারটি হতে আমাদের অনেকেরই একটা লজিক্যাল প্রশ্ন জাগে—যে, আল্লাহ একজন অথচ তিনি কুরআনে নিজেকে অনেক জায়গায় "আমরা" বলে উল্লেখ করেছেন। এর পেছনে একটা গুরুত্বপূর্ণ ভাষাগত ও সাহিত্যিক কারণ রয়েছে।

আল্লাহ পবিত্র কুরআন শরীফে তার একত্ববাদের কথা ঘোষণা করে বলেন:

“বলুন, তিনিই আল্লাহ, একমাত্র।”

— সুরা ইখলাস (১১২:১)

অর্থাৎ, আল্লাহ স্বয়ং বলেছেন, তিনি একজন। কিন্তু অন্যদিকে দেখা যায়, তিনি কুরআনে কোথাও কোথাও "আমরা" বলেও কথা বলেছেন, যেমন:

“আমরা আপনার নিকট মূসা ও ফিরআউনের ঘটনা যথাযথভাবে বিবৃত করছি, ঈমানদার জাতির জন্য।”

— সুরা কাসাস (২৮:৩)

প্রশ্ন: তাহলে “আমরা” মানে কি বহুজন? এটা কি একাধিক সত্তার ইঙ্গিত?

উত্তর: না, এটি বহুবচনের ইঙ্গিত দেয় না। এটি আরবি সাহিত্যের একটি রীতি, যাকে বলা হয় “Royal We” বা “রাজকীয় আমরা”। এটি সম্মান প্রদর্শনের একটি শৈল্পিক রূপ।

আরবি ভাষায় সর্বনাম ব্যবহারের রীতি:

আনা (أنا) = আমি (I) — একবচন

হুয়া (هو) = তিনি/সে (He) — একবচন

নাহনু (نحن) = আমরা (We) — বহুবচন (কিন্তু কখনও সম্মানিত একবচনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়)

আরবি সাহিত্যের নিয়ম অনুযায়ী:

আরবি সাহিত্যে একজন সম্মানিত ব্যক্তির কথা বলার সময় সম্মানসূচক বহুবচন ব্যবহার করা হয়। যেমন— বাদশাহ, রাষ্ট্রপ্রধান, বা মহান ব্যক্তিত্বের জন্য ‘আমরা’ বলা হয়, যদিও তিনি একাই হন। এটি তাদের মর্যাদা বোঝাতে ব্যবহৃত হয়।

উদাহরণস্বরূপ:

আরবিতে কাউকে সালাম জানাতে “আলাইকা” না বলে বলা হয় “আলাইকুম”, যার অর্থ “আপনাদের উপর শান্তি বর্ষিত হোক”, যদিও ব্যক্তি একজনই। কারণ এটি সম্মানবাচক বহুবচন।

ইসলামী পণ্ডিতদের দৃষ্টিভঙ্গি:

ইমামুন নাহব রযীউদ্দীন মুহাম্মদ ইবনুল হাসান (মৃত্যু: 666 হি.) তার গ্রন্থে বলেন:

“সম্মানিত একবচনের জন্য বহুবচনের ব্যবহার হয়—যেমন বলা হয় ‘নাফআলু’ বা ‘নাফআলনা’।”

সমসাময়িক দৃষ্টান্ত:

ইংরেজ রাণীও যখন আইন জারি করেন, তখন বলেন:

"We decree..."

(আমরা এই আইন জারি করছি...)

তখন ‘We’ মানে একাধিক ব্যক্তি নয়, বরং এটি রাজকীয় মর্যাদার বহিঃপ্রকাশ মাত্র। একে Royal We বলা হয়।
উত্তর প্রদান করেছেন (বিশারদ) (1,177 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
0 পছন্দ 0 অপছন্দ
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কখনো 'আমি' বলেন, আবার কখনো 'আমরা' বলেন। এটা কোনো বিরোধ নয় বরং ভাষার একটি গাম্ভীর্যপূর্ণ শৈলী, যাকে আরবিতে বলে “আদাবুল আযম” বা “রয়্যাল প্লুরাল”। এটি সম্মানসূচক বহুবচন—যেমন একজন বাদশাহ নিজেকে ‘আমরা’ বলেন।

যেসব আয়াতে আল্লাহর মহত্ত্ব, কুরআন নাজিল, সৃষ্টির বর্ণনা ইত্যাদি এসেছে, সেখানে 'আমরা' বলা হয়েছে—গাম্ভীর্যের প্রকাশ হিসেবে। আর যেখানে আল্লাহর একত্ব, বিচার বা দয়া নিয়ে কথা, সেখানে 'আমি' ব্যবহার করেছেন।

বিস্তারিত জানতে পড়ুন:

https://idea.enolej.com/931/

— ই-নলেজ আইডিয়ায় আমার ব্যাখ্যা করা ধর্মীয় দৃষ্টিকোণ ও সাহিত্যশৈলীসহ বিশ্লেষণ।

ধন্যবাদ।
উত্তর প্রদান করেছেন (নবীন) (50 পয়েন্ট)

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

1 উত্তর
0 টি উত্তর
0 টি উত্তর
"আল-কোরআন" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর

18,647 টি প্রশ্ন

19,511 টি উত্তর

2,577 টি মন্তব্য

103,439 জন সদস্য

-: ই-নলেজ আইডিয়া :-

এক প্ল্যাটফর্মে কন্টেন্ট/লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি আর ফ্রী প্রমোশন!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার ধারণাটাই বদলে দিবে! (পড়ুন...)

আপনি কি জানেন—প্রতি সেকেন্ডে কারও না কারও লেখা চুরি হচ্ছে? আপনার লেখাগুলো কি নিরাপদ? যখন লেখা ছড়িয়ে থাকে—সোশ্যাল মিডিয়া, ব্লগ কিংবা সংবাদপত্রে—হযবরল অগোছালো অবস্থায়… তখন একদিকে চুরির ভয়, অন্যদিকে লেখক হারান নিজের পরিচয়। প্রমাণও থাকে না। পাঠকও বা কিভাবে পাবে মূল লেখকের সংস্পর্শ?

ই-নলেজ আইডিয়া—আপনার কেন্দ্রীয় লেখালেখির ঠিকানা। প্রতিটি লেখার জন্য থাকছে ভেরিফাইড পোষ্ট আইডি (eID), আর আপনার জন্য কেন্দ্রীয় লেখক আইডি নম্বর—যেটা ব্যবহার করতে পারেন Bio, CV, কিংবা বই-র রেফারেন্সে। আর ই-আইডি(eID) জুড়ে দিবেন প্রতিটি লেখার সঙ্গে। (যেমন- পোষ্ট eID: ১২৩ ; #eID_123 #enolej)। ফলে কপিরাইট সুরক্ষা থাকবে নিশ্চিত, আর পাঠক থাকবে মূল লেখকের সংস্পর্শে। আর ভেরিফাই হলে করতে পারবেন আপনার পেজ কিংবা ব্লগ এর ফ্রী প্রমোশন!

আপনার লেখক প্রোফাইলেই থাকবে আপনার আর্কাইভ—সব লেখা, ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি আর পাঠকের প্রতিক্রিয়া সুশৃঙ্খলভাবে গোছানো।

এখানে আপনি একা নন, পাচ্ছেন লেখক কমিউনিটি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে হাজারো লেখক ছড়িয়ে থাকলেও কেন্দ্রীয় প্ল্যাটফর্ম একটাই—যেখানে আপনার স্বত্ব, স্বীকৃতি আর অবস্থান সুরক্ষিত। কেউ কারও eID নকল করতে পারবেনা, কেন্দ্রীয় সোর্স একটাই। এখানেই থাকছে লেখক র‍্যাংক—যেখানে তুলনায় ঝলমল করে উঠবে আপনার কৃতিত্ব।

এটাই আপনার কেন্দ্রীয় ঠিকানা। ভেরিফাই করুন আজই—আপনার লেখাকে দিন স্থায়ী সুরক্ষা।

বিস্তারিত পূর্ণ নির্দেশনা দেখুন পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Joy (Enolej)


...