একটি বানানোর পরপরই আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন সেটা কোনো বিষয় না।
বড় কথা হলো আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কিনা।
আশা করি কখন কোনো ওয়েবসাইট অ্যাডসেন্স পাওয়ার যোগ্যতা রাখে সেটা নিশ্চয়ই জেনে থাকবেন।
তাই যদি আপনার ওয়েবসাইট অ্যাডসেন্স পাওয়ার যোগ্যতা না রাখে তাহলে ১দিন কিংবা ১বছর পরও আবেদন কোনো লাভ নেই।
তাই আপনার ওয়েবসাইট যতদিন না পর্যন্ত অ্যাডসেন্সের জন্য উপযুক্ত হচ্ছে ততদিন আবেদন না করাই ভালো!!!
আশা করি বুঝতে পেরেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ কুয়েরি এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন।অত:পর তার ব্যক্তিগত কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা তার অধীনে চলে যায়।৬ই মে ২০২৫ এ তিনি পুনরায় ই-নলেজ এ সমন্বয়ক হিসেবে যোগদান করেন!বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE) নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!