SEO এর মধ্যে দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে "SE" এবং অন্যটি হচ্ছে "O". এই দুটি অংশের মধ্যে SE এর পূর্ণরূপ হচ্ছে Search Engine এর O মানে হচ্ছে Optimization. তার মানে SEO এর মানে হচ্ছে Search Engine Optimization.
এসইও এর কাজ হচ্ছে একটি ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা। অর্থাৎ যে সমস্ত কাজ করলে সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইট সম্পর্কে বুঝতে পারবে এবং যে সমস্ত টেকনিক অনুসরণ করলে অন্য ওয়েবসাইটের চাইতে ভালো আর্টিকেল সঠিক উপায়ে শেয়ার করে অন্যান্য ওয়েবসাইট পিছনে ফেলে গুগল সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আসা যাবে, সেই সমস্ত কাজের সমষ্টি হচ্ছে এসইও।
মূলত সার্চ ইঞ্জিন হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক বৃৃদ্ধি করার জন্য এসইও করা হয়। একমাত্র এসইও করে একটি ওয়েবসাইটকে কাঙ্খিত অডিয়্যান্স পর্যন্ত সহজে পৌছানো সম্ভব হয়।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!