"জগত-সংসার"
-মোঃআশরাফ উদ্দিন খান।
___________
জীবণ মরণের এই ভুবনে
যেও না তুমি ভুলে,
ভালো কাজ করে যাও
এই জগত সংসারে!
করছি এ মিনতি-
ভূলে যেও না হে যুবক
ভুলে যেও না তুমি,
পাপাচারের এই খেলায়
হইওয়ো নাকো বন্ধী।
মনকে করো উদার-
পূন্যময় কৃতকাজে-
জীবণ গড় তোমার।
মরতে হবে আমাকে,
তোমাকেও মরতে হবে,
আজ না হয় কাল,
নয়তো একটু দেরিতে
মরণ হবে তোমার।
বেচে থাকবে ভালো কাজে
হ্যা - মরতে তোমাকে হবে,
করে যাও ভালো কাজ-
অবদান রয়ে যাবে,
যাবে না কেউ তোমার সাথে-
অন্ধকার কবরে,
ভালোকাজ করে যাও
এই জগত সংসারে।
করছি এ মিনতি
বলছি আমি তোমায়,
মানুষকে ভালোবাসো,
প্রভুকে করো স্মরণ,
আজ না হয় কাল-
হবেই তোমার মরণ।
পূন্যময় কাজ-কর্মে
জীবণ গড় তোমার,
ভরে যাক কৃতকাজে
এই জগত-সংসার।
(সংক্ষেপিত)
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!