পৃথিবী থেকে চাদের গড় দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার (২৩৮,৮৫৫ মাইল)। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। এটি পৃথিবীর আকার এবং ভরের প্রায় এক-চতুর্থাংশ। চাঁদের পৃষ্ঠটি পাথরের এবং ধূলিকণা দিয়ে আবৃত। এতে কোনও বায়ুমণ্ডল নেই এবং কোনও জল নেই। চাঁদের পৃষ্ঠটি ক্রেটার দিয়ে আবৃত, যা বিশাল গ্রহাণু এবং ধূমকেতুর সংঘর্ষের কারণে সৃষ্টি হয়েছে। চাঁদ পৃথিবীর চারপাশে প্রায় ২৭.৩ দিনের মধ্যে একবার ঘোরে। এটি পৃথিবীর চারপাশে একটি অনিয়মিত কক্ষপথে ঘোরে, যার অর্থ হল এর কক্ষপথটি একটি ডিম্বাকৃতি। চাঁদের পৃষ্ঠটি পৃথিবীর দিকে সবসময় একই দিকে থাকে। এটি কারণ চাঁদ পৃথিবীর সাথে জড়িত। চাঁদ পৃথিবীর মহাকর্ষের দ্বারা আটকা পড়েছে। চাঁদ পৃথিবীর জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বস্তু। এটি আমাদের দিন এবং রাতের চক্র তৈরি করে। এটি আমাদের সৌরজগত সম্পর্কে আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করেছে।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!