সিঁদুর পরার সময় সাধারণত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয়। নিচে একটি প্রচলিত মন্ত্র দেওয়া হলো:
সিঁদুর পরার মন্ত্র:
"ওম সৌম্যায়ৈ নমঃ"
অথবা
"চিরঞ্জীবী ভবা" (চিরজীবি হও) – এই মন্ত্র উচ্চারণ করে স্বামী স্ত্রীকে সিঁদুর পরিয়ে থাকেন।
বিভিন্ন অঞ্চলে এবং ধর্মীয় সম্প্রদায়ে ভিন্ন ভিন্ন মন্ত্র ব্যবহার হতে পারে, তবে উপরেরগুলো সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত হয়।