বাংলা প্রশ্নোত্তর সাইট ই-নলেজ সাইট টি দ্রুত বড় করার জন্য কিছু উপায়:
১)সাইটের প্রচারণা করতে হবে।এক্ষেত্রে আপনার বিভিন্ন বন্ধু কে নিবন্ধন করতে বলতে পারেন।আবার সাইটের লিংক বিভিন্ন পেজে বা গ্রুপে শেয়ার করতে পারেন।
২)সাইটে নিয়মিত একটিভ থাকতে হবে।আমাদের সকলের কাম্য ই-নলেজ তাড়াতাড়ি এগিয়ে যাক। তাই এটি যাতে এগিয়ে যেতে পারে তার জন্য চেষ্ঠা করতে হবে যত সম্ভব একটিভ থাকার।
৩)সবাইকে কায্রক্রম করতে হবে।সাইট টির এগিয়ে যাওয়ার জন্য যারা একেবারেই কায্রক্রম করেন না তারা সামান্য হলেও করুন।
৪)পুরষ্কার ও পদের লোভে অন্য সাইটে যাবেন না।যদিও এটি আপনার ব্যাক্তিগত ব্যাপার আপনি কোন সাইটে কায্রক্রম চালাবেন।কিন্তু কেউ যদি ই-নলেজে আপনাকে অন্য সাইটের সদস্য হতে বলে তাহলে বিষয় টি তখনি প্রশাসন কে জানান।যদি সম্ভব হয় তাহলে সে যে মেসেজ টি পাঠিয়ে আপনাকে সদস্য হতে বলেছে সেটির একটি স্ক্রিনসট তুলে রাখুন।পরবতীতে প্রশাসক কে স্ক্রিনশট সহ জানান।তারপর প্রশাসক তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।
৫)অন্য সাইটের প্রচারণা এখানে চালানো হতে বিরত থাকুন।কারণ এটি ই-নলেজ এর নিয়মের বিরুদ্ধ। কেউ যদি প্রমান সহ এই অপরাধে অভিযোগ করে তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।