এটা আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আমার এক-এক সময় এক-এক বিষয় ভালো লাগে। যেমন:
1. অনলাইনে থেকে কাজ করতে ভালোবাসি।
2. নিত্যনতুন কিছু শিখতে ভালোবাসি। (বিজ্ঞান, অনলাইন)
3. খেলতে খুব ভালোবাসি।
4. বন্ধু-বান্ধবীর সাথে সবসময় হাসাহাসি করতে ভালোবাসি।
. ফ্রেন্ডসদের সাথে পার্টি ও পিকনিক করাটা আমার খুব পছন্দের বিষয়।
6. জার্নি করতে অনেক ভালোবাসি।
***. অন্যকে সাহায্য করতে অনেক ভালোবাসি। সত্য কথা বলতে, অন্যের কষ্ট দেখতে পারি নাহ। ভিক্ষুককে ভিক্ষা করতে দেখলেই কেঁদে ফেলি। গরীব-দুঃখীদের সাহায্য করার জন্য আমি ও আমার কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করি একটি চ্যারিটেবল বা দাতব্য সংগঠন। যার নাম : " Friendship United and Charitable Organization"। আমি এই সংগঠনের 'সহ-সভাপতি' পদে আছি। আর ইতোমধ্যে আমরা অনেক সহযোগীতামূলক কার্যক্রম করেছি।বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ২৫ জন (ছেলে+মেয়ে) । সাহায্যের জন্য টাকা আমরা নিজেদের পকেট খরচ থেকেই দিই
এক-কথায় আমি আমার লাইফটাকে ইনজয় করতে ভালোবাসি।
আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ কুয়েরি এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন।অত:পর তার ব্যক্তিগত কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা তার অধীনে চলে যায়।৬ই মে ২০২৫ এ তিনি পুনরায় ই-নলেজ এ সমন্বয়ক হিসেবে যোগদান করেন!বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE) নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!