সাইটে মোটামুটি ইউনিক এবং ভালো ফিচার ব্যবহৃত হয়েছে। এছাড়া সুযোগ-সুবিধা ভালো মানের বলেই আপাতপক্ষে মনে হয়।
তবে যেহেতু কেবলই সাইটের যাত্রা শুরু তাই একবারে খুব ভালো বলে দেয়াটা অসমীচিন। এখনো সদস্যসংখ্যা সীমিত এবং সামান্য জনই সক্রিয় থাকেন ও কার্যক্রম করেন। তাই তথ্যভান্ডার অসমৃদ্ধ।
যেহেতু সাইট একেবারেই নতুন, তাই এটি এখনো পূর্ণাঙ্গ প্রশ্নোত্তর সাইট হতে পারে নি কারণ সমস্যার সমাধান পাওয়ার জন্য নির্ভরযোগ্যতা তৈরি হতে পারে নি।কারণ সমস্যার সমাধান এক-দুইজন ব্যক্তি দিতে পারে না। বিরাট কমিউনিটি এবং প্রজ্ঞাসমৃদ্ধ সদস্যদের প্রয়োজন হয়। তাই প্রশ্নোত্তর সাইট হিসেবে অপূর্ণতা এবং কিছু ব্যাপার বিবেচনায় এটিকে মোটামুটি মানের একটি সাইট হিসেবে বলা যায়।
প্রত্যাশা করব এতে সদস্যসংখা বাড়বে এবং অতি শীঘ্রই মানুষের সমস্যা সমাধানের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।