জর্দা, চুন, সুপারি, হাদা ছাড়া পান পাতা খাওয়ার উপকার আছে যেমন।
১) পান খেলে মুখের স্বাদ ফিরে আসে।
২) রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পান সাহায্য করে।
৩) গলার সমস্যায় পান খুব উপকারী। আওয়াজ পরিস্কার করতে পান সাহায্য করে।
৪) পান হজম শক্তি বাড়ায়।
৫) পান খেলে পেট পরিষ্কার হয়।
৬) হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে পান।
৭) সর্দি কাশি হলে পানের রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৮) পানের সাথে গোলমরিচ, লবঙ্গ মিশিয়ে খেলে কাশি কমে যায়।
৯) মুখে ঘা হলে পানের মধ্যে কর্পুর দিয়ে চিবিয়ে খেয়ে বার বার পিক ফেললে সুফল পাওয়া যায়।
১০) পান খাওয়ার ফলে মুখে যে লালার সৃষ্টি হয় তা হজম শক্তি বৃদ্ধি করে।
তবে শুধু পান পাতা খাওয়ার প্রচুর ক্ষতিকর দিকও আছে।
পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে। পান খেলে ফুসফুসে ইনফেকশন হতে পারে। পানে বেশিমাত্রায় দাঁতের ক্ষতি হয়।
দিনে একটি পান পাতার ৪ ভাগের ১ ভাগের বেশি খেলেই সমস্যা। এর বেশি খেলে উল্টো ক্ষতির কারন হয়।