আমি জামি শব্দের অর্থ জানি না।যেটা জানি সেটা বলে আপনাকে সাহায্য করলাম।
‘আহমাদ’ শব্দের দু’টি অর্থ। (ক) ‘অধিক প্রশংসিত’, আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। (খ) আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী। সুতরাং ‘তাহমিদ আহমাদ’ এর অর্থ–আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য বা আল্লাহর সর্বাধিক প্রশংসাকারীর প্রশংসা করা।