প্রশ্ন:
মদ যেমন অন্য অনেক অন্যায় রীতির মত সরাসরি দাসপ্রথাও নিষিদ্ধ করা হয়নি, আমার জ্ঞানে যতটুকু আসে, তার কারণ সম্ভবত নিচেরটি হতে পারে—
১. সবসময় সমাজব্যবস্থা ব্যাপক ভারসাম্য ও স্থিতিশীলতার উপর ভিত্তি করে চলে। পরিস্থিতি এমন ছিল যে, যদি হঠাৎ করেই দাসপ্রথা উঠিয়ে দেওয়া হতো, তাহলে হাটবাজার, গৃহস্থালির কার্যক্রম এবং উৎপাদনসহ সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হতো।
২. তার পরিবর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধাপে ধাপে তাঁদের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। উৎসাহিত করেছেন ইসলাম গ্রহণ করে মুক্ত হয়ে মানবিক মর্যাদা ফিরে পেতে। তিনি এমন একটি সমাজব্যবস্থা তৈরি করেন, যা ধীরে ধীরে দাসপ্রথাকে বিলুপ্ত করে দেয়।
৩. যদি হঠাৎ করেই দাসপ্রথা উঠিয়ে দেওয়া হতো, তবে প্রচুর নিরাশ্রয় জনসংখ্যা তৈরি হতো, যাদের ছিল না আশ্রয়, ছিল না জীবিকা। এই বিশাল জনসংখ্যা সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিত। তখন সমাজে ছিল দুই ধরনের জাতি—একটি প্রাচীন আরব জাতি, অপরটি দাস জাতি। একে অপরের মাঝে শুরু হতো যুদ্ধ-বিগ্রহ ও সংঘর্ষ।
৪. ইসলাম সাধারণ মানুষ ও দাসদের মাঝে ব্যবধান কমিয়ে আনতে চেয়েছে। কুরআন ও হাদীসের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য জাতির মধ্যে দাসদের প্রতি যে জুলুম ও নির্যাতন চালানো হতো, সেখানে ইসলাম দিয়েছে শান্তির বার্তা, মুক্তির আহ্বান। দাসকে মুক্ত করা ইসলামে একটি বড় ইবাদত হিসেবে বিবেচিত।