ভাই প্রশ্ন করেছেন যে,বর্তমান পৃথিবীর বয়স কত?এটা এমন এক প্রশ্ন তার সঠিক উত্তর আল্লাহ তা'য়ালা ব্যতীত কেউ দিতে পারবে না…
সুতরাং যদি কেউ অনুমান করে বলে'ও,সে কোনো সুত্র দিয়ে বলতে পারবে না।
প্রশ্নকারী নিজেও জানেন এর সঠিক উত্তর নেই,তবুও কেনো এমন প্রশ্ন করা হয়?
যেহেতু প্রশ্ন করেছেন,উত্তর দেওয়া উচিৎ…
- বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বয়স কোটি কোটি বৎসর এই ধরেন ৫০০কোটি বছর।যা বিজ্ঞান বই এ লেখা হয়।
তবে হযরত আদম আ: থেকে গবেষণা করে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন পৃথিবীর বয়স ৬০০০ বৎসর।