সরিষার তেল ব্যবহার করা যাবে না, এতে ভ্যাজাইনাল ইচিং হবে। নারকেল তেলেও কেউ কেউ এই সমস্যা পেয়েছেন। তাছাড়া তেলজাতীয় উপাদানগুলো সহবাসের সময় ব্যবহার করলে সেগুলো পরে পরিষ্কার করা কিছু ঝামেলার যার জন্য ভ্যাজাইনাতে ব্যাকটেরিয়া সহজে পরিষ্কার নাও হতে পারে। এজন্য পানিভিত্তিক বা ওয়াটার-বেসড্ লুব্রিকেন্ট পাওয়া যায় যেগুলো ব্যবহার করা সুবিধাজনক। বিকল্প হিসেবে বেবি-অয়েল ব্যবহার করা যেতে পারে যেগুলোতে কোনো ঘ্রাণ নেই ও ওয়াটার-বেসড্ (ওয়াটার-বেসড্ বেবি অয়েল ত্বকে লেপ্টে থাকে না সাধারণ তেলের মত)।
তবে সাধারণভাবে স্ত্রীর সাথে সহবাস করাকালীন পর্যাপ্ত ফোরপ্লে বা শৃঙ্গার করলে বার্থলিন গ্রন্থি থেকে কিছু উপাদান নির্গত হয়ে ভ্যাজাইনাল এরিয়াকে পিচ্ছিল করে থাকে। তাই ভ্যাজাইনাল ড্রাইনেস অসুখ না থাকলে এসব কৃত্রিম উপাদান বর্জন করাই উত্তম। চটকদার বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়া ক্ষতিকর।
সবচেয়ে ভালো হবে নারিকেল তেল ব্যবহার করলে।
তবে আপনি শরিষার তেল ও ব্যবহার করতে পারেন।
তাছাও আপনার পছন্দমত ভালো জেলও ব্যবহার করতে পারে বিভিন্ন কসমেটিকস এর দোকানে পারেন এতে সহবাসে আরাম হবে বেশি তুপ্তিও পাবেন।