"ক্রিকেট"। ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। একসময় ছিল যখন, ক্রিকেট আমার জীবনের লক্ষ্য ছিল। বলতে গেলে , বর্তমানে ক্রিকেট আমার জীবনের প্রায় অর্ধেক। ক্রিকেট খেলার জন্য জীবনে অনেক রিস্ক নিয়েছিলাম। এতটাই ভালোবাসি ক্রিকেট কে। ক্রিকেটে আমি সচরাচর 'উইকেটকিপার-ব্যাটসম্যান' হিসেবে খেলি তবে পরিস্থিতির চাপে পড়ে মাঝে মাঝে 'অলরাউন্ডার' হিসেবেও খেলতে হয়। কিন্তু তারপরও মোটামুটি সব খেলার কিছুটা হলেও পারি (তবে জুয়া বাদে)।
আব্দুল্লাহ আল মাসুদ ই-নলেজ কুয়েরি এ দীর্ঘদিন যাবত প্রশাসক হিসেবে যুক্ত ছিলেন।অত:পর তার ব্যক্তিগত কারণে তিনি ২৬শে এপ্রিল ২০২২-এ ই-নলেজ ত্যাগ করেন এবং ই-নলেজ ফাউন্টেন এর একটি এসইও সেবা তার অধীনে চলে যায়।৬ই মে ২০২৫ এ তিনি পুনরায় ই-নলেজ এ সমন্বয়ক হিসেবে যোগদান করেন!বর্তমানে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE) নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!