ধন্যবাদ প্রশ্নটির জন্য……….
কর্পোরেট জব করতে চাচ্ছেন, এটা ভাল। তবে কর্পোরেট জবের ক্ষেত্রে অনেক বেশি প্রতিযোগীতা করতে হয়। এখানে ঠিকে থাকা অনেক কঠিন। আপনাকে এই প্রতিযোগীদের মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি সেরা।
প্রস্তুতি বলতে যদি বলি,
আগে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করুন। কারণ এই কর্পোরেট দুনিয়া এত বেশি অনুভূতি শুন্য যে আপনার সমস্যার কথা তারা খুব কম ভাববে। তাদের মুল উদ্দেশ্য হচ্ছে কোম্পানির আউটপুট। সেটা আপনি অসুস্থ থাকুন আর যাই থাকুন।
এরপর আসবে রাজনীতি। এখানে প্রচুর রাজনীতি হয়। এটা বলার অপেক্ষা রাখে না যে এখানে আপনি সহযোগীতা পাবেন তবে সেটা সত্যিকার অর্থেই কিনা তা বলা মুশকিল।
দক্ষতা তৈরি করতে হবে। নিজেই সব কাজ পারেন এমন হতে হবে। কারণ কোম্পানি আপনাকে দিয়ে যেকোন সময় যেকোন কাজ করাতে পারে। সেই হিসেবে আপনি নিজেকে তৈরি করবেন। এতে করে যদিও কিছুটা হতাশায় ভুগবেন। কারণ কোম্পানি আপনাকে যে পে করবে তারা সমানুপাতিক হবে না।
আর যোগ্যতা, সেটা প্রতিটি কোম্পানির ক্ষেত্রে আলাদা হবে। আপনি পড়াশুনা করে ডিগ্রী নিয়েছেন সেটাও তারা দেখবে। আপনার অভিজ্ঞতা আছে নাকি সেটাও দেখবে। আবার আপনি কি কি পারেন সেটাও দেখবে। আসলে এটা নির্ভর করে কোম্পানির উপর
ধন্যবাদ, ভাল থাকবেন।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!