অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে কজনই পারে?অথচ বেশীরভাগ লোকেরাই নিজেকে অনেক জ্ঞানী মনে করে।
চিন্তাধারা এমন, যেন ইতিহাসও রচনা করতে পারবে।
নিজে ভয় পেয়ে অন্যায়ের পক্ষে যে সাফাই গায়, তাহলে তাদের পাশাপাশি অন্যায়কারী সে নিজে।আর যে রুখে দাঁড়ায়, সে ইতিহাস রচনা করে।
আমরা সহজ পন্থা পছন্দ করি, সে হোক ভালো কিংবা মন্দ।কিন্তু আমরা এটা জানিনা যে, সঠিক পন্থাই আমাদের লক্ষ্য সফল করতে পারে।
আমরা মনে করি নিজে সবকিছু আত্মসাধ করাই আমাদের সফলতা, নিজেকে বড় প্রমাণ করাই আমাদের সফলতা।ভাবখানা এমন যেন এসব করেই নিজের জীবণকে স্বার্থক করে তুলতে পারবো।
কিন্তু এসব অন্যায় অনিয়মের পতন ঘটিয়ে পুরো সমাজকে বদলে দেওয়ার চিন্তা ধারা আমরা কজনেই বা বহন করি?
যদি সবাই এসব চিন্তা করতোই, তবে সবাইই ইতিহাস রচনা করতো, সবার জীবণই স্বার্থক হতো।
সবার জীবণ স্বার্থক হলে এই পৃথিবীও স্বার্থক হতো, কতই না সুন্দর হতো, কত সমস্যাই না সমাধান হয়ে যেতো।
আমরা সকলেই নিজেদের জীবণ স্বার্থক করতে চাই,কিন্তু আমরা জানিনা জীবণের সঠিক স্বার্থকতা কি!
আমরা সকলেই নিজেকে বড় করতে চাই, কিন্তু আমরা এই কথাটার মানেই বুঝিনা "বড় যদি হতে চাও, ছোট হও তবে"।তাইতো সত্যিকার অর্থেই আমরা বড় হতে পারি না।
যারা বড় হয় তাদের জীবণ স্বার্থক।
যদি মনে করেন বড় বড় দালান, বাড়ি-গাড়ি, সহায় সম্পত্তি থাকা মানেই বড় কিছু হওয়া,কিংবা যদি মনে করেন এমপি-মন্ত্রী হওয়া মানেই বড় কিছু কিছু হওয়া, তবে মনে রাখুন - এটাই আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা!
মানুষ সেই উদ্দেশ্য সফল করতেই মগ্ন, সে জন্য ভালো মন্দ সবকিছু করতে রাজী।
তাই তো সমাজে এত এত সমস্যা আর অবনতি থাকা সত্বেও দায়িত্বশীল লোকেদের কোনো ভূমিকা নেই, মানুষের কোনো ভূমিকা নেই, খুনাখুনি-হানাহানি।
কারণ,
"এখন প্রায় সবাইই চায় এবং বিশ্বাস করে, ভালো মন্দ যেকোনো ভাবেই হোক নিজেকে বড় প্রমাণ করতে হবে।"
এখন তো সমাজে এমন কান্ডও ঘটে, "নিজেকে বড় প্রমাণ করার জন্য মারামারিও এখন স্বাভাবিক চিত্র- আমাকে চিনিস? গুষ্টি উদ্ধার করে দেবো"।
এই কি তাহলে বড় হওয়ার সূত্র? এই কি তাহলে " বড় মানুষ" এর বৈশিষ্ট্য?
এর ফল কি হচ্ছে?সমাজের আরও সমস্যা বাড়ছেই এবং সমস্যা আরও বাড়ছেই।
বড় মানুষ কি সমস্যা তৈরি করে নাকি তার প্রভাবে সমস্যাও সমাধান হয়ে যাবে?
বড় মানুষ কি গরিবদের হক নষ্ট করবে নাকি গরিবদের ভরসা হবে?
নেতাদের আমরা বড় মানুষ বলতে পারি, কিন্তু কজন সত্যিকারের "বড় মানুষ"?
নাকি
আমরাও ভয় পেয়ে অন্যায়ের এবং অন্যায়কারীকে সমর্থন ও সম্মান দিয়ে নিজেও অন্যায়কারী হয়ে যাচ্ছি + অন্যায়কারী সৃষ্টি করছি!
এই যদি হয় আমাদের অবস্থা,
এই যদি হয় আমাদের সমাজের অবস্থা,
১.তাহলে আমরা কিভাবে একটি আদর্শ সমাজের স্বপ্ন দেখি,
২.কিভাবে আমরা শান্তি খোজি?
৩.কিভাবে আমরা দাবি করি " আমরা সভ্য সমাজে বসবাস করছি"!!
৪.কিংবা কিভাবেই বা দাবি করছি আমরা সভ্য সমাজের নাগরিক?!!
""আপনি ঠিক নেই, আমি ঠিক নেই, সমাজ ঠিক নেই, তাহলে এই পৃথিবী কিভাবে ঠিক থাকবে? কোনটা ঠিক আছে এখন?""
যেখানে আমাদের আধুনিক পৃথিবী গড়ার কথা,
সেখানে মানুষ পড়ে আছে
"পোষাকের অযৌক্তিক স্বাধীনতা নিয়ে, অশ্লীলতা নিয়ে"।
তাহলে এইসব করে দয়া করে আর নিজেদের সভ্য হিসেবে পরিচয় দিবেন না, আর শান্তি শৃঙ্খলা, নিজের জীবণের স্বার্থকতা এসব নিয়ে চিন্তা করবেন না।
এখন প্রশ্ন করুন "এখন আমি কি করতে পারি?"।
ভাই, কিছু করতে হবে না।আপনার জীবণের মানেই নেই।আপনি এলেন আর গেলেন।
যদি তা না চান,
তবে আপনার জন্যই এটি বড় সুযোগ, ইতিহাস রচনা করুন।
ঘুমিয়ে ঘুমিয়ে ইতিহাস রচনা করতে পারলে সব্বাইই করতো।
কাজেই, এখন থেকেই জেগে উঠুন, অন্যায়,অনিয়ম কিংবা অবিচার সবকিছুর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে,
নিজের সর্বোচ্চ বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে-
"কেননা সৃষ্টিকর্তা বুদ্ধিমত্তা এমনি এমনি দেননি!!"
তাকে যথাযথ ব্যবহার করতে হবে।
তবেই না আপনি ইতিহাস রচনা করবেন,
বড় মানুষ হবেন,
নিজের জীবণের স্বার্থকতা খোজে পাবেন।
যদি আমরা সব্বাই এমন হই, তবেই না আমরা সভ্য জাতি এবং তবেই না আমরা সভ্য জাতি এবং তবেই না আমরা সভ্য জাতি আর সৃষ্টি সেরা "মানু্ষ" জাতি।
কাপুরুষ vs হিরো- যে নিজেকে বাচানোর জন্য অন্যায়ের অংশীদার হয় আর যে তা রুখে দিয়ে ইতিহাস রচনা করেন, দুজনেই একদিন এ দুনিয়া ত্যাগ করেন, মারা যান।
কিন্তু একজন হয় ব্যর্থ ভিলেন, আরেকজন হয় স্বার্থক, সত্যিকারের হিরো।
Credit: মোঃআশরাফ উদ্দিন খান।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ এর প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ বৃত্তিপ্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।
আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!